মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের পরিত্যক্ত একটি কক্ষ থেকে মো. ইয়াসিন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
ভোলার আলকী গ্রামের বাবুল হোসেন এর পুত্র মো. ইয়াসিন। মুন্সীগঞ্জের মাঠপাড়ায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন তিনি। ইয়াসিন ঢাকার মোহাম্মদপুরের একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন এবং গত বৃহস্পতিবার তিনি মুন্সীগঞ্জে আসেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ইয়াসিন মানসিকভাবে কিছুটা দুর্বল ছিল। বোন সোনিয়া জানান, "ও একটু কম বুঝতো।" বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর সকাল ১১টার দিকে তার নিথর দেহ উদ্ধার হয় পরিত্যক্ত কক্ষ থেকে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবনের কারণে মৃত্যু হতে পারে। ছেলেটি মানসিকভাবে দুর্বল ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
