তিস্তায় বাড়ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৭:২০ | অনলাইন সংস্করণ

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একইসঙ্গে উত্তারঞ্চলের চার জেলা রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ জুলাই) পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব জানিয়েছে।
এতে আরও জানানো হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২ দিন এই তিন নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ১ দিন পর্যন্ত পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
সিলেটে সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী দুদিন কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে আগামী তিনদিন সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
এছাড়া গঙ্গা ও পদ্মার পানি সমতল বৃদ্ধি পাচ্ছে; যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
এদিকে, ফেনী জেলার সেলোনিয়া নদীর পানি সমতল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় মুহুরী ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি লাভ করতে পারে। তবে এই অববাহিকায় আগামী তিনদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
