সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি দুলাল ফকিরকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুর রহিম ফকিরের ছেলে। র‌্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ কারবারিতে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।