ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীর বেগমগঞ্জে ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা 

নোয়াখালীর বেগমগঞ্জে ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা 

নোয়াখালীর বেগমগঞ্জ রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ময়ীন উদ্দিনকে দীর্ঘ ২৫ বছর পরে শারীরিক অসুস্থতাজনিত কারণে ‘রাজকীয় বিদায়ী সংবর্ধনা’ সহ ও আর্থিক অনুদান, ক্রেস্ট উপহার প্রদান করা হয়েছে।

আজ (১১ জুলাই) জুমাবার মসজিদ প্রাঙ্গণে কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মনিরুল ইসলাম আজাদের সভাপতিত্বে রসুলপুর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সর্বস্তরের মুসল্লী প্রবাসী ও রসুলপুর ইউএসএ কমিউনিটির অর্থায়ানে মসজিদ কমিটি ও এলাকা সর্বস্তরের সহযোগিতায় মসজিদ সহ সভাপতি ফিরোজ খান, নাদিম চৌধুরী মানিক ও ইসরাফিল মুন্নার সার্বিক তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আবদুল খালেক খান, সহ সভাপতি ডাক্তার ইসহাক, সহ সভাপতি ফিরোজ খান, সেক্রেটারি জনাব ছাত্তার মাস্টার, কোষাধ্যক্ষ আবদুল মতিন মাস্টার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বর্তমান মসজিদের খতিব মাওলানা হেদায়েত উল্যা, কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, পরিচালনা কমিটি নেতৃবৃন্দ ও স্থানীয় শত শত মুসল্লিগণ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, ‘ইমাম হলেন এলাকার নেতা, যদি রাষ্ট্রীয়ভাবে যেমন কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বিদায়ী অনুষ্ঠানে সম্মানী করা হয়। মুসলিম প্রধান দেশ হিসেবে ইমামদেরকে সেভাবে সম্মানী করা হত, তা হলে সমাজ বা রাষ্ট্রে আইন-শৃঙ্খলা উন্নত, মদ, জুয়া, সুদ-ঘুষ ইত্যাদি কমে যেত। সমাজে শান্তি-শৃঙ্খলা ইভটিজিংসহ অসামাজিক কার্যকলাপে কমে যেত। ইমামকে মসজিদে নেতা মসজিদে বাহিরেও নেতা বানালে ন্যায়বিচার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে।’

এসময় নেতৃবৃন্দ সরকারের ইমামদের বিষয়টি নিশ্চিত করার আহ্বান করেন।

অনুষ্ঠান শেষে মাওলানা ময়ীন উদ্দিন বিশেষ দোয়া মুনাজাতে সকল মুসলিম উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

ইমাম,রাজকীয় বিদায় সংবর্ধনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত