ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২২:০২ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ২ জন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

নিহত নীলা (১৭) সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন জানান, আজ বিকেলে চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকায় করে ঘুরতে বেড়িয়েছিলেন নিহত নীলা ও পরিবার। হঠাৎ নৌকা ডুবি হলে চারজন নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা নীলা ও তার মাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে আসলে নীলাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।

নীলার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নীলার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছোট বোন সহ দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।