কিশোরগঞ্জে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২০:৫৯ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশে ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের দেইড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক সাইদুল ইসলাম (৫৪) চরহাজীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বিকেল সাড়ে তিনটার দিকে সাইদুল ইসলাম বাড়ির পাশে ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে গেলে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।