সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ৯ বাড়ি পুড়ে ছাই
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ২১:১৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি বসতবাড়িসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা এখন মানবেতর জীবনযাপন করছেন।
রোববার (২০ জুলাই) দুপুরে পৌর এলাকার আদর্শ গ্রামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌর এলাকার সরকারি সহায়তায় নির্মিত একটি বসতবাড়িতে প্রথমে আগুন ধরে যায়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই গ্রামে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৯টি বসতবাড়িসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের লিডার মো. আসাদুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিকেলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন, চাল ও আর্থিক সহায়তা দেয়া হবে।
