হাতিয়ার ১০ কোটি টাকার জালসহ ৩৩ জেলে আটক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দকে কেন্দ্র করে কোস্ট গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ এবং সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট থেকে ১০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। এসময় কোস্ট গার্ড আভিযানিক দল অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিক আক্রমণ করে। এতে কোস্ট গার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হন। 

পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং আটককৃত জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।