কুড়িগ্রামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার কর্মকর্তাদের আয়োজনে প্রশিক্ষণ, ব্যাংকিং এবং ঋণের আইনি দিক নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রামের জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রহমতুল্লাহ সরকার, কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু, লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক হাফিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে কৃষকদের উন্নয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রামের জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম বলেন, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ব্যাংকের ঋণ প্রদান ও বকেয়া ঋণ আদায়ে কার্যক্রম আরো ত্বরান্বিত করে ঋণ ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে।