ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির জুলাই পদযাত্রা বৃহস্পতিবার

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২০:৫৩ | অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে জুলাই পদযাত্রা। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাকে সফল করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা দলটির নেতারা।

মঙ্গলবার (২২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ বলেন, ২৪ জুলাইয়ের পদযাত্রায় অংশ নিতে এনসিপির  কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় পদযাত্রা শেষ করে বুধবার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করবেন। 

পদযাত্রায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

২৪ জুলাই সকাল ১০টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।

সকাল ১১টায় শহরের কাউতলি এলাকায় জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবে কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি শহরের টি.এ রোড, মসজিদ রোড, সড়ক বাজার, পুরাতন সিনেমা হল, কুমারশীল মোড়, রামকানাই মোড়, লোকনাথ উদ্যান (টেংকের পাড়) হয়ে সদর হাসপাতাল  রোড দিয়ে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে প্রবেশ করবে। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জুলাই পদযাত্রাটি বিশ্বরোড মোড় দিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা হয়ে হবিগঞ্জ জেলায় প্রবেশ করবে।

সংবাদ সম্মেলনে মো. আতাউল্লাহ বলেন, পদযাত্রা সফলে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যেই জেলা প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তায় প্রশাসন সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন।  কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত আমরা শঙ্কিত নই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন।

উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এস.এম মহিউদ্দিন, সদস্য জয়ন্তী বিশ্বাস, কবির আলম মাসুম, আশিকুল আলম, হাসান নাসিমুল রাসেল, নাহিদুল ইসলাম, বিন ইয়ামিন ভুইয়া, আসাদ খোকন, সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আক্কাস মীর প্রমুখ।