কক্সবাজারে এলজিইডির এলসিএস সদস্যদের সঞ্চয়ের টাকা বিতরণ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে লেবার কন্ট্রাক্টিং সোসাইটির (এলসিএস) সদস্যদের মধ্যে সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে ৩০ জন সদস্যকে ১০ লাখ ৮৯ হাজার ২৮১ টাকা বিতরণ করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান প্রধান অতিথি হিসেবে এসব টাকা বিতরণ করেন।

কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার জানিয়েছেন, এলসিএস মানে লেবার কন্ট্রাক্টিং সোসাইটি, যা গ্রামীণ এলাকার রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণের মতো কাজে স্থানীয় জনগণকে যুক্ত করার একটি প্রক্রিয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এলসিএস-এর মাধ্যমে রাস্তা মেরামতের কাজ করা হয়। ওখানে যারা কাজ করেন তাদের প্রতিদিনের বেতন ৩ শত টাকা। যার মধ্যে এক শত টাকা সঞ্চয়। প্রতিদিনের বেতন বাবদ ২ শত টাকা তাদের প্রতিদিনই দেয়া হয়। আর এক বছরের সঞ্চয়ের টাকা প্রদান করা হল বুধবার।