ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান-এর সভাপতিত্বে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।

এতে বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ্ মো. মুসা। বক্তব্য রাখেন শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান, খেদাবাদ একরামিয়া ডিগ্রী মাদরাসার বাংলা প্রভাষক মোশাররফ হোসেন প্রমুখ।

এ সময় লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মো. মাসুদ রানা রাশেদ, প্রকাশক মো. রমজান আলী উপস্থিত ছিলেন।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

শিক্ষার্থী,পুরস্কার বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত