মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীনকে বিমান বাহিনীর শ্রদ্ধা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২০:১৮ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বুধবার (২৩ জুলাই) রাতে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ইউনিয়নের চৌধুরীপাড়ায় মাহেরীনের বাবার বাড়িতে যান। 

সেখানে তার স্বামী, দুই সন্তান ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তারা।

পরে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কবরস্থানে মাহেরীনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিমান বাহিনীর প্রতিনিধি দল।

এসময় গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলাম বলেন, মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন গর্বিত জননী। নিজের জীবন দিয়ে তিনি শিক্ষার্থীদের রক্ষা করেছেন। তার এই আত্মত্যাগ বাংলাদেশ বিমান বাহিনী সারাজীবন স্মরণীয় করে রাখবে।