কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মুয়াজ্জিনের

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২১:৪০ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হামিদ (৬৫) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই)  সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুয়াজ্জিন ওই গ্রামের মৃত হবিউল্ল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে দীর্ঘ দিন ধরে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে মুয়াজ্জিন আব্দুল হামিদ আমনের জমিতে সেচ দিয়ে পানি দেয়ার জন্য যান। এ সময় সেচের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।