বৃক্ষরোপণ ঈশ্বরদী'র উদ্যোগে দুই শতাধিক গাছের চারা রোপণ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা )প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ ঈশ্বরদীর আয়োজনে  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান, আইল্যান্ডে গাছ রোপণের মধ্য দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু পালন করা হয়।

শনিবার (২৬ জুলাই ) সকাল ১০টায় উপজেলার খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে শুরু করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ ঈশ্বরদীর প্রতিষ্ঠাতা কায়সার আহমেদ মুন্নার সভাপতিত্বে  ঈশ্বরদীতে সরকারি কলেজের স্কাউট টিম ও সেচ্ছাসেবী সহ বিভিন মহলের  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোপন কৃত গাছগুলো হলো সুপারি, আম, আমলকি, মেহগনি ,পেয়ারা, নিম, কৃষ্ণচূড়া,অর্জুন, বট, শিউলি, পলাশ  ইত্যাদি
উদ্যোক্তাগণ  বলেন,  আগামীতে সকলের সহযোগিতা বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আবারো পালন করা হবে।
আলমাস আলী