নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২০:৫৪ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার জেরে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রী ইতি আক্তার (২৫) কে পিটিয়ে হত্যা করার অভিযোগে তার স্বামী বিল্লাল হোসেন (৩২)কে পুলিশ আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকার ইব্রাহিম বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই রাতে বসতঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে ইতি আক্তারকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন এবং পাশেই স্বামী বিল্লাল বসে ছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং দ্বিতীয় বিয়ে করেছিলেন। দুই মাস সংসার করার পর দুই দিন আগে আবারও বিল্লালের বাড়িতে ফিরে আসেন। মোবাইল ফোন নিয়ে কথা বলাকে কেন্দ্র করে ঝগড়া হলে স্বামী বেলুন দিয়ে মাথায় আঘাত করেন, যার ফলে ইতি মারা যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।