বড়লেখা সীমান্তে একদিনে ১৬ জনকে পুশইন করলো বিএসএফ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল ও নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় দু’দফায় ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির সূত্রে জানা গেছে, শুক্রবার কুমারশাইল সীমান্ত দিয়ে ৫ জন এবং শনিবার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন করা হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার আটক ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার আটক ১১ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হলে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, শুক্রবার আটককৃতদের মধ্যে রয়েছেন— মো. মোরছালিন (২৫), পিতা মতিউর রহমান, গ্রাম কামার খাড়া, টংগীবাড়ী, মুন্সীগঞ্জ; মো. সুমন আহমদ (২০), পিতা রইছ আলী, গ্রাম শিকাড়িয়া, কুলাউড়া; মো. মন্টাই মিয়া (১৯), পিতা নানু মিয়া, গ্রাম মরইছড়া; রিতু আহমেদ (৩৬), পিতা ফিরোজ আহমদ, গ্রাম ডেমরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ; মো. রুহুল আমিন (২২), পিতা মোখলেছুর রহমান, গ্রাম গোগ্রাম, গোদাগাড়ী, রাজশাহী।

শনিবার সকালে নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১১ জনকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ৫ জনকে যাচাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।