চুয়াডাঙ্গায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২১:৩৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে স্বামী মনিরুল ইসলাম (৪৫)–কে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রী উলফা খাতুন ওরফে পারুল (৪০)–কে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মনিরুল ইসলাম নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় পারিবারিক কলহের জেরে স্ত্রী পারুল ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করে পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পর প্রতিবেশীরা ঘরের ভেতর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে জীবননগর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এরপর জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে পারুলকে আটক করে।
ওসি মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। আজ রবিবার বিকেলে পারুলকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হবে।
