কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২১:৪৯ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে সেনা অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে সেনাবাহিনীর একটি টহল দল।

সেনা ক্যাম্প সূত্র জানায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানান তিনি।