চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৭:০২ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় সূরুজ বেপারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পোকামারি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুরুজ বেপারী উপজেলার পোকা মারি গ্রামের মৃত রুস্তম আলী ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার পোকা মারি গ্রামের সুরুজ বেপারী স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আনারের বাড়ির নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সুরুজ বেপারীকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
জীবন নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
