রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফের মহাসড়কে ক্লাস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৯:২১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের পাঠদান করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রবির অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে মহাসড়ক বন্ধ করে এ ক্লাস নেয়া হয়।
পাঠদানের পাশাপাশি রবির শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন এ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রবির ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সবুজ মণ্ডল ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, ৯ বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবি। ভাড়া ভবনে কোন রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেয়া হলেও একনেকে অনুমোদন দেয়া হচ্ছে না।
এসময় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং বুধবার বিকেলে মহাসড়কে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় ৯ বছর আগে ২০১৬ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে রবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৫ সালে ১০০ একর ভূমির উপর ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে নতুন প্রস্তাব পাঠানো হয়। যা একনেকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে ছিল। ১৬ জুন প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি ফিরে গিয়ে এ স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না করার প্রস্তাবনা দেন। এরপর থেকেই আন্দোলনে নামেন রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা পরিবেশ উপদেষ্টার পদত্যাগও দাবি করে আসছেন।
