মাগুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৭:৫৫ | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি'র কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষা মন্ত্রণালয়ের 'পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি' প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল গণি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা শিক্ষা অফিসের সহকারী স্কুল পরিদর্শক এএসএম মাজেদুর রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, অভিভাবক আবদুল আলীম, পুরস্কারপ্রাপ্ত ছাত্র রাফিউল ইসলাম রাফি প্রমুখ।
এ্যাকাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে পুরস্কারপ্রাপ্তদের নিজ অ্যাকাউন্টে পুরস্কারের অর্থ প্রদান করা হয়।
