রবির ডিপিপির দ্রুত অনুমোদনের দাবিতে মৌন মিছিল

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭:৫৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে এ মিছিল শুরু হয়ে বগুড়া-নগড়বাড়ি মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় জনসংযোগ করা হয় এবং দুপুরের দিকে  শিক্ষার্থীরা ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে মহাসড়ক অবরোধ করে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবি যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি জানিয়ে আসছেন। শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।