ছাত্র আন্দোলনে সহিংসতার অভিযোগ, স্ত্রীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৮:০৩ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরস্ত্র ছাত্র জনতার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগ ও তার স্ত্রী শিরিন আক্তার মুক্তা।
শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিম দাসরা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় উসকানি এবং সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি এসএম আমান উল্লাহ আরও জানান, ‘আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।’
