ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২০:১৫ | অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ধরলা ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ চাঁন মিয়া (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করে। তিনি উপজেলার যতীন্দ্রনারায়ণ এলাকার সেকেন্দার আলীর ছেলে।
এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকায় আরেকটি চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ শফিকুল ইসলাম (৩৯) কে আটক করা হয়। তিনি উপজেলার অনন্তপুর বালাবাড়ী এলাকার মৃত আব্দুল রবের ছেলে।
ওসি আব্দুস ছালাম আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
