চুয়াডাঙ্গায় চোর চক্রের পাঁচ সদস্য আটক, মালামাল উদ্ধার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৮:১৪ | অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- হাসিবুর রহমান (১৯), শিপন মিয়া (২৫), আকাশ (১৮), শিহাব হোসেন (১৭) এবং হামিদুল ইসলাম (২৮)।
শনিবার (২ আগস্ট) ভোরে দর্শনা থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে পুলিশের একটি দল দর্শনা পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর, আখতারুল ইসলামের ছেলে শিপন, সাইদুর রহমানের ছেলে আকাশ, আমিনুল ইসলামের ছেলে শিহাব এবং মোবারকপাড়া এলাকার মৃত সেলিমের ছেলে হামিদুলকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
ওসি শহীদ তিতুমীর জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শনিবার দুপুরেই তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
