ওয়ার্ড বিএনপির সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রার্থী হওয়ায় সাংবাদিক সম্মেলন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রার্থী হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন অপর প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য জাকির হোসেন।

শুক্রবার রাত ৮টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাকির হোসেন। তিনি নাংলা গ্রামের মৃত নুরুদ্দীন গাজীর ছেলে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদের প্রার্থী।

জাকির হোসেন অভিযোগ করেন, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের সম্মেলনে তিনি পুনরায় প্রার্থী হলে প্রতিপক্ষ হিসেবে প্রার্থী হন স্বেচ্ছাসেবকলীগ নেতা ও নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। বিষয়টি জানতে পেরে তিনি সাইফুল ইসলামের আওয়ামী লীগপন্থী পরিচয়ের প্রমাণপত্রসহ তথ্যাদি সম্মেলনের টিম লিডারের কাছে উপস্থাপন করেন।

তবে তার অভিযোগ উপেক্ষা করে টিম লিডার প্রতিপক্ষের প্রভাবিত হয়ে সাইফুল ইসলামকে প্রার্থিতা করার অনুমতি দেন। এ ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন আওয়ামী লীগ নেতাকে বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রার্থী হিসেবে মেনে নেওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও নীতির পরিপন্থী।

জাকির হোসেন জানান, দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কারণে একাধিক মিথ্যা ও গায়েবি মামলায় জেল খেটেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিনেও তিনি কারাবন্দি ছিলেন। সেই ত্যাগের পরও তাকে এমনভাবে উপেক্ষা করা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপিসহ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।