হাজীগঞ্জে শহীদ আজাদ সরকারের স্মরণে স্মৃতিস্তম্ভের উদ্বোধন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

গত বছরের ৪ আগস্ট জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শহীদ আজাদ সরকারের স্মরণে স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট)  সকালে হাজীগঞ্জ পৌর ০৭ নং ওয়ার্ড টোরাগড় সরকার বাড়ির সামনে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়।

স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।