সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: হাইওয়ে পুলিশ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৮:০১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্লেষণ করে দেখা গেছে সড়ক দুর্ঘটনার পেছনে একাধিক কারণ কাজ করে। তবে সবচেয়ে কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধান হলো জনসচেতনতা বৃদ্ধি। তাই আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে রংপুর রিজিয়নের বোদা হাইওয়ে থানা এলাকার ঐতিহ্যবাহী ময়দানদিঘি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূল শাহিন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসমান গনি এবং প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি ট্রাফিক নিয়ম, সড়ক দুর্ঘটনার কারণ, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
কর্মশালাটি ছিল প্রাণবন্ত। শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনা বিষয়ক বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার সরাসরি তার উত্তর দেন। প্রচণ্ড গরমের মধ্যেও ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “আমরা প্রতিটি থানায় গুরুত্বপূর্ণ স্কুলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দুর্ঘটনা প্রতিরোধে বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, ‘আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি যদি আমরা জনসচেতনতা কর্মসূচি চালিয়ে যেতে পারি, তবে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে।’
