নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ম্যাকলিন নারায়ণগঞ্জে গ্রেপ্তার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১:১২ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমান বাহিনীর দুর্ধর্ষ ক্যাডার মেহেদী হাসান ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি টিম।
সোমবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ লিংক রোড এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ম্যাকলিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
ডিবি পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার মামলার অন্যতম আসামি ম্যাককলিন। আন্দোলন চলাকালীন সময়ে সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে চাষাঢ়ায় ছাত্র জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালান ম্যাকলিন ও তার সমর্থকেরা।
এদিকে আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ম্যাকলিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রিকুইজিশনে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। ম্যাকলিনকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের টিম ঢাকার ধানমন্ডিতে নিয়ে গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন ম্যাকলিন। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।
