নোয়াখালীতে জুলাই শহীদদের কবর জিয়ারত ও আলোচনা সভা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালী শহর শাখার অন্তর্গত নোয়ান্নয় ইউনিয়ন শাখার উদ্যোগে শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে পূর্ব দুর্গানগর মোহাম্মদীয়া নূরানি মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ আবু রায়হানের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর শাখার নোয়ান্নয় ইউনিয়ন ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিবির নেতৃবৃন্দ শহীদ আবু রায়হানের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা শহীদ পরিবারের খোঁজ-খবর নেন ও সমবেদনা জানান।
পরে নোয়ান্নয় ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল মাষ্টারমাইন্ড ছিলেন আমাদের শহীদ ও গাজীরা। আমরা শহীদদের কোনো দলীয় পরিচয়ে সীমাবদ্ধ না রেখে জাতীয়ভাবে স্মরণ করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, এক বছর পেরিয়ে গেলেও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে না পারা রাষ্ট্রের চরম ব্যর্থতা। জুলাই সনদে শহীদগণ যে আদর্শে জীবন উৎসর্গ করেছেন, সেই আদর্শের বাস্তবায়ন না হলে আমরা সেই সনদকে কখনোই স্বীকার করবো না।
সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে শহীদ রায়হানের সম্মানিত নানা মুনাজাত পরিচালনা করেন।
