রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৭:৩২ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-আন্দোলনের স্মারক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসন ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা, পুষ্পার্ঘ্য অর্পণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। সভার শুরুতে প্রধান উপদেষ্টার ধারণকৃত বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সমাজসেবা উপপরিচালক মো. ওমর ফারুক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে ‘জুলাই আন্দোলনে’ আহত সাহসী যোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
একই দিনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, জুলাই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের নয়, এটি একটি সর্বজনীন মুক্তির আন্দোলন। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এই চেতনার ধারক হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, প্রকল্প পরিচালক আবদুল গফুর, শিক্ষার্থী প্রতিনিধি আখতারুজ্জামান অপু ও আবদুল সাত্তার। আলোচনা সভার শুরুতে ‘জুলাই সঙ্গীত’ পরিবেশন করেন শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন।
এছাড়া একাডেমিক ভবনে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উপাচার্য চিত্রাঙ্কনের উদ্বোধন করে শিশুদের শিল্প ও সৃজনশীলতায় অংশগ্রহণে উৎসাহিত করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
