মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৯:১৭ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টায় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: ঈসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন দপ্তরের লোকজন, সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে রয়েছে বিজয়ের কনসার্টসহ নানা আয়োজন। এছাড়াও বিভিন্ন মসজিদ ও মন্দিরে নিহতদের স্মরণে মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

অপরদিকে, কুলাউড়া উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইউএনও মো: মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো বাক স্বাধীনতা, সবার অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনা এবং সুশাসন প্রতিষ্ঠা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম। 

কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।