শ্রদ্ধা ও উৎসবের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের নির্ধারিত স্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শহীদদের স্মরণে স্থানীয় প্রশাসন, প্রেসক্লাব, বিএনপি, সামাজিক সংগঠন, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে এক বিশেষ সমাগম অনুষ্ঠান। সেখানে বক্তারা  জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবদান তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় উদযাপন ও কনসার্টের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘটবে। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমজমাট এ আয়োজন উপভোগ করবে হাজারো দর্শক।