ড. ইউনূস আমেরিকার হয়ে কাজ করছেন কিনা জানি না: শাহজাহান চৌধুরী

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

অতিসত্বর নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারকে অসহযোগ করার হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উখিয়া উপজেলা বিএনপি সংলগ্ন মাঠে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপলক্ষ্যে গণ-মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

শাহজাহান চৌধুরী বলেন, “আগে ভারতের এজেন্ট হয়ে কাজ করেছিল শেখ হাসিনা। এখন আমেরিকার এজেন্ট হয়ে ড. ইউনূস কাজ করছেন কিনা জানি না। যদি বাংলাদেশের মানুষের এজেন্ট হয়ে থাকেন, তাহলে অতিসত্বর নির্বাচন দিন। মানুষকে নির্বাচিত সরকারের সান্নিধ্যে আসার সুযোগ দিন। অন্যথায় আপনার বিরুদ্ধেও আমরা আন্দোলন গড়ে তুলব। আপনাকেও অসহযোগ করব।”

তিনি আরও বলেন, “হোটেল সি পার্লে (রয়েল টিউলিপ) ষড়যন্ত্র চলছে। সেখানে সারজিস-হাসনাত ও পাটোয়ারী এসেছে। তাদের সঙ্গে বিদেশি এসে চক্রান্ত করছে যেন বিএনপি ক্ষমতায় যেতে না পারে। আমার কর্মীরা সেখানে গিয়ে তাদের ধমক দিয়েছে। বিএনপিকে এভাবে ষড়যন্ত্র করে আটকানো যাবে না। বিএনপি এদেশের মানুষের, আর মানুষই বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।”

গণ-মিছিল ও সমাবেশে উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। এ সময় উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।