জুলাই গণঅভ্যুত্থান দিবসে হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ 

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান’- এর ১ম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার বিশ্বরোডে গিয়ে অস্থায়ী মঞ্চে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল হোসাইন বলেন, গুম-খুনের অন্যায়ের প্রতিবাদ করায় জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে জেল-জুলুম করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা পদত্যাগ চেয়েছিলাম। রাব্বুল আলামিনের ফয়সালায় শেখ হাসিনা তার গোষ্ঠীসহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ ৫ আগস্ট, সারা দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে এবং বুকভরা আশায় এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগামী দিনে এমন একটি সরকার গঠন করা হবে, যে সরকার মানুষকে নির্যাতন করবে না, জঙ্গি তকমা লাগিয়ে কাউকে হত্যা করবে না, চাঁদাবাজি, দুর্নীতি, চুরি-ডাকাতি করবে না। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরেও দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই-আগে সংস্কার করে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন।

পৌর জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা তালিমুল কোরআনের সদস্য হাফেজ মীর হোসাইন, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর, পৌর ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান।

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জয়নুল আবেদীন, সাবেক সেক্রেটারি শরীফ উল্যাহ পাটোয়ারী সহ কয়েকশত নেতাকর্মী।