কিশোরগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৯:০৫ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে গুরুদয়াল কলেজ মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে রথখোলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় বিজয় র্যালিতে যোগদানের জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বর্ণিল সাজে মিছিল আকারে এসে গুরুদয়াল কলেজ মাঠ প্রাঙ্গণে জড়ো হন।
আনন্দ শোভাযাত্রা শেষে রথখোলা মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা দেশকে শান্তি ও সুষ্ঠু রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।
