জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৯:১৪ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

‘তারেক রহমান দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে এ দেশকে মুক্ত করেছেন’—জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত বিজয় মিছিল-পরবর্তী সমাবেশে এমন মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
বুধবার (৬ আগস্ট) রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীপু বলেন, এই দেশকে স্বৈরাচার ও দুর্নীতির কবল থেকে মুক্ত করতে তারেক রহমান রক্ত ও ঘাম দিয়ে রাজপথে লড়েছেন। আজ তার নেতৃত্বেই মানুষ নতুন আশায় বুক বাঁধছে।
কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। বিভাজনের রাজনীতি নয়, গণতান্ত্রিক আন্দোলনের পতাকা হাতে এগিয়ে যেতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। তিনি বলেন, যারা দালালি করছে, যারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছে—তাদের জানিয়ে দিতে চাই, সময় শেষ। দালালি করলে পিঠের চামড়া তুলে ফেলব।
বিএনপির সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান বলেন, আমরা কোনো তৃতীয় পক্ষকে রাজনৈতিক সংকট সমাধানের সুযোগ দিতে চাই না। জনগণের শক্তিতেই পরিবর্তন আনতে হবে।
বিএনপি নেত্রী মৈত্রী চাকমা বলেন, ৫ আগস্ট হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে নতুন সূর্যের উদয় হয়েছে। মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, বেলা ১১টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিজয় মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিলিত হয়।
