পাথরঘাটায় আধা কিলোমিটারে দুই বাস দুর্ঘটনা, আহত ২১

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৯:২৪ | অনলাইন সংস্করণ

  পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে ঢাকা সড়কে মাত্র আধা কিলোমিটার ব্যবধানে একদিনেই দুটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সাবেক এমপি নুরুল ইসলাম মনির বাড়ির সড়ক এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি ইমা পরিবহনকে সাইড দিতে গিয়ে পাথরঘাটা-মঠবাড়িয়া রুটের একটি লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা খায়। এতে বাসচালক লাল মিয়া গুরুতর আহত হন এবং আরও ১১ জন যাত্রী আহত হন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে একই দিন ভোর রাতে উপজেলার কেরাতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা হা-মীম পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসচালক রানা ও হেলপার গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে সাতজন যাত্রী ও এক সুপারভাইজারকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

দুইটি দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন বলেন, এই উপজেলার সড়ক এমনিতেই অনেক সরু। এর ওপর বেপরোয়া গতির বাস চলাচলের কারণে দুর্ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সড়কের মোড়গুলোতে কোনো সাইনবোর্ড নেই। দুপাশের গাছগুলো রাস্তার ওপর ঝুঁকে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।

আরেক পথচারী বিসু জানান, পাথরঘাটা থেকে মঠবাড়িয়া সড়কের দুই পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছগুলো এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই চালকরা নিয়ন্ত্রণ হারান। বহুবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

একই দিনে দুটি দুর্ঘটনা পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঁঠালতলী ইউনিয়নে ঘটেছে। এতে সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত সড়কে সাইনবোর্ড স্থাপন, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ এবং যানবাহনের গতিনিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।