হবিগঞ্জে বিএনপির বিশাল র্যালি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৯:৪১ | অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিএনপির আয়োজনে শেখ হাসিনার ‘পলায়নের বর্ষপূর্তি’ উপলক্ষে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও তাতে র্যালিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি কমেনি। বরং র্যালিটি জনস্রোতে রূপ নেয়।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ। এতে আরও অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম প্রমুখ।
র্যালির পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জি কে গউছ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই। নির্বাচন সামনে চলে এসেছে। বিএনপি জনগণের দল—জনগণের শক্তিতেই ইনশাআল্লাহ সরকার গঠন করবে।
তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনো অপশক্তি আমাদের বিভক্ত করতে না পারে। দলের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা ঢাকাসহ কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।
