কক্সবাজারে স্বর্ণের দোকান ও ফিলিং স্টেশনে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৫:৩১ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

ওজন কারচুপির অভিযোগে কক্সবাজার সদর উপজেলায় ৪টি ফিলিং স্টেশন ও ৩টি স্বর্ণের দোকানে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতারণার প্রমাণ পাওয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, গ্রাহকদের ওজনে ঠকানোর অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে জুয়েলারি দোকান মালিক সমিতির পক্ষ থেকে ওজন পরিমাপক যন্ত্র মেরামতের জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়।

তাদেরকে সতর্ক করে জানানো হয়েছে, ভবিষ্যতে ত্রুটিপূর্ণ যন্ত্র ব্যবহার করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে অন্য স্বর্ণ ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে যেন সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করেন।

এছাড়া, এর আগের দিন (বুধবার) শহরের বিভিন্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ৯টি ওষুধের দোকানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।