শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করলো র্যাব ১৪
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
মো. ছামিউল আলম, শেরপুর

গত বছরের ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পালানো ৫১৮ জন কয়েদিকে ধরতে অভিযান শুরু করে র্যাব। তারই ধারাবাহিকতায় নূর নবী সোহেল নামে তিন মামলার আসামিকে গ্রেপ্তার করেছে সিপিসি-১ র্যাব ১৪।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় শেরপুর সদর থানাধীন সোনার বাংলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, আসামি নূর নবী সোহেল জেল থেকে পালিয়ে বেশ কিছুদিন যাবৎ শহরের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
