সিরাজগঞ্জে পাউবোর ১৬৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০:৪২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জায়গা থেকে ১৬৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই এলাকার সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভা কার্যালয় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের ২ পাশে পাউবোর জায়গায় অবৈধ স্থাপনায় বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসছিল স্থানীয় লোকজন। এ বিষয়ে ইতিপূর্বে তাদেরকে একাধিকবার নোটিশও দেয়া হয়েছিল।

বুধবার দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় সড়কের ২ পাশের ১৬৩টি অবৈধ কাঁচা-পাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ও র‍্যাব-১২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।