শ্রীনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৬:০৩ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদ্রাসায় পড়ুয়া ১০ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে শামসুজ্জামান শাওন (২৮) নামক একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে বাঁচাতে ও ঘটনাটি ধামাচাপা দিতে ভবনের মালিক ভিকটিমের পরিবারকে ভয়-ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত শাওন উপজেলা হরপাড়া গ্রামের হেলিপ্যাড এলাকার মৃধা ভিলা নামক বহুতল ভবনের ৬ তালার ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, ভবনের দ্বিতীয় তলার একটি মাদ্রাসায় শিশুটি পড়াশোনা করে। মাদ্রাসার ছুটির পর লম্পট শাওন শিশুটির মুখ চেপে ধরে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে শাওনকে আটক করে।

স্থানীয়রা জানান, ওই ভবনের মালিক উপজেলার সমসাবাদ গ্রামের কাশেম মৃধাসহ একটি চক্র লম্পট শাওনকে বাঁচাতে দেন দরবারসহ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভিকটিমের পরিবারকে নানা ভয়-ভীতি দেখানো হয়।

ঐদিন ৯টার দিকে সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ লম্পটকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে শুক্রবার সকালে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।