শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত শিশু, আহত ২০

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৯:৩১ | অনলাইন সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে ঝিনাইগাতীগামী ‘আকাশ বিকাশ’ পরিবহনের লোকাল বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। খৈলকুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের বড় পুকুরে পড়ে যায়।

যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও অন্তত ২০ জন আহত হন এবং তিন মাস বয়সী একটি শিশু নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, আহত ১৫-২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।