অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার, দুই পক্ষের ভিন্ন দাবি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২০:১৫ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে কোস্টগার্ড গ্রেপ্তার করেছে।

তবে তার পরিবারের দাবি, মিজান মাঝিকে হাত-পা ও চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়ার পর ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এবং পরে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে।

পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার পর ৩০–৩৫ জন লোক কোস্টগার্ড পরিচয়ে ঘরে ঢুকে মিজান মাঝিকে ধরে নিয়ে যায়। এরপর তাকে অস্ত্র ও বোমা রাখার অভিযোগে মামলায় জড়ানোর চেষ্টা চলছে।

শুক্রবার দুপুরে ভূঁইয়ার হাট বাজারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে।

বক্তারা মিজান মাঝিকে সৎ ব্যবসায়ী ও সমাজসেবক দাবি করে তাকে ‘নিরপরাধ’ আখ্যা দেন।

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, কোস্টগার্ড অভিযানের বিষয়ে থানাকে কিছু জানায়নি। মিজানের নামে থানায় কোনো মামলা নেই।

তবে বাংলাদেশ কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার বাংলা বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও ২৯টি হাতবোমা জব্দ করা হয়। মিজানের স্বীকারোক্তি অনুযায়ী এসব উদ্ধার হয়েছে বলে দাবি কোস্টগার্ডের। তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।