উখিয়া ও টেকনাফ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২১:২৪ | অনলাইন সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া ও টেকনাফ উপজেলার রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর ৩টায় শুরু হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের অফিস সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহাজাহান।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রুকন ভাইদের সংগঠনকে আরও শৃঙ্খলিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রধান অতিথি রুকনদের নৈতিক আদর্শ, দায়িত্ববোধ এবং সমাজের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত এবং দারসুল কুরআন করেন জাতীয় মুফাসসির পরিষদের কক্সবাজারের মাওলানা শফিউল হক জিহাদি।
অন্যান্য বক্তারা ছিলেন- কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর হোসেন সিদ্দিকী, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দু সোবহান, উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহাম্মদ, টেকনাফ উপজেলা মাওলানা ফুরকান প্রমুখ।
বক্তারা রুকনদের প্রতি আদর্শিক স্থিতিশীলতা, কর্মী গঠনে মনোযোগ এবং সংগঠনের দেশের ব্যাপী ভূমিকা আরো কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। সম্মেলন শেষ হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।
