রংপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮:০৪ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণের জন্য পঞ্চম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।

সমাবেশে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাহবুবুল ইসলাম, গোলাপ হোসেন, আব্দুর সবুর, সিদ্দিকুর রহমান প্রমুখ।

তারা শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু কিবরিয়া এবং মো. মাজহারুল হান্নান চৌধুরী।

এছাড়াও প্রভাতি ও দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক খাওলা আকতার জাহান ও মোছা. শাহানা আখতার খাতুন সার্বিক পড়াশোনার উন্নয়নে পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং শিক্ষার্থীদের পড়ালেখাসহ সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।