আদিবাসী স্বীকৃতির নামে পৃথক রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে: পিসিসিপি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর শাখা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। 

রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় রাঙামাটি শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিব আল মাহমুদ।

প্রধান বক্তা ছিলেন পিসিসিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতিরা আদিবাসী নন; তারা ঐতিহাসিকভাবে বহিরাগত। ভারত, মিয়ানমার, ত্রিপুরা, মিজোরাম ও চীনসহ বিভিন্ন দেশ থেকে এসে এখানে বসতি গড়েছেন। সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদেও দেশে ‘আদিবাসী’ নেই বলে স্পষ্ট উল্লেখ রয়েছে।

তাদের অভিযোগ, ‘আদিবাসী’ স্বীকৃতির নামে “জুম্মল্যান্ড” নামে পৃথক রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র চলছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।

বক্তারা আরও বলেন, উপজাতিদের কখনও ‘আদিবাসী’ বলা যাবে না এবং সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।