সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৯:৪০ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।

রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায়  সুপার মার্কেট সংলগ্ন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনির সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড শুধু ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও গণতন্ত্রকে আঘাত করে। দেশে মুক্ত সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে।

এসময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার মামলাটি দ্রুত আইনে বিচারের দাবি জানানো হয়। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের সময় যে কয়জন সাংবাদিক হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন প্রত্যেকটির বিচারের দাবি জানানো হয়।

তারা বলেন, রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া। মতপ্রকাশের স্বাধীনতা যেন সংকুচিত না সেদিকে সরকারকে খেলায় রাখতে হবে।

মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিকরা সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।